ওগো প্রেয়সী, আমি যদি আমরণ অনশনে যায়,
কিংবা অন্যায়ের প্রতিবাদে রাজপথে মিছিলে-মিছিলে হই যদি সোচ্চার,শত্রুর গুলি যদি ভেদ করে আমার বুক,
তাতে তোমার এতো চিন্তা কিসের!

কোনো জ্যোস্না রাতে নির্জনে একা একা
আমি রাত জাগি বা না জাগি
সময় মতো খাবার খাই বা না খায়
তাতে তোমার এতো ভাবনা কিসের!

তোমার ভাবনার সাথে না মিলে যদি আমার হৃদ কথা
আমার কবিতায় যদি লাগে তোমার ব্যথা,
হারদম যদি অন্ধকারে কাটায় যদি রাত
তাতে তোমার এতো ভয় কিসের!

আমি ভবঘুরের মত দিক হারা হয়ে যদি ঘুরি
জীবন নিয়ে ভাবি বা না ভাবি
কিংবা আগামীর পরিকল্পনা যদি না রচি
তাতে তোমার কি!

কেনই শুধু শুধু মায়া বাড়িয়ে চলে যাও
দূর আকাশের মেঘের ভেলার মতো
ঘুরে বেড়াও আমার আশপাশ,
কেনই বা ক্ষনে এসে আবার আধারে হারাও।

এসব লুকোচুরি খেলা ছেড়ে যদি পারো
কাছে এসে হাতটা ধরো,
দেখবে পাখিরা আকুল কন্ঠে গাইছে গান
ফিরে আসবে এই দেহে ফুলেল সজীব প্রাণ।