তোমার দেয়া কবিতার ডায়েরিটা
আজ জীর্ণ -শীর্ণ হয়ে
অভিভাবকহীন বুক শেল্ফের
কোনো এক কোণে পড়ে আছে,
ব্যথিত মনে আর জাগেনা ছন্দ
যেনো নিঃশব্দে বেলা ফুরিয়ে এসেছে।
আমার কেনো যেনো মনে হয়!
আমাদের সম্পর্কের মাঝে
একটা কালো দূরত্ব গভীরভাবে
চারদিকে ঘনিয়ে এসেছে,
যে দূরত্ব- দিগন্তের শেষ সীমানা
অবধি পৌঁছে গেছে।।