প্রেয়সী,
তুমি কি এখনো আকাশ দেখো??
সুবিশাল মেঘাচ্ছন্ন কালো আকাশ,
খুব গম্ভীর হয়ে থাকা নিরব আকাশ,
বৃষ্টি ঝড়বে বলে মনে হয় এমন আকাশ
অথচ বৃষ্টি ঝরে না তুফানও বইছে না
শুধু কালো করে থাকে সারাক্ষণ।

জানি হয়তো বলবে,এখন আকাশ দেখো না
কালো আকাশ দেখতে ভালো লাগে না
জানো,আমি বৃষ্টি হতে চেয়েছি,
অবিরাম ঝড়বো বলে!
দূরে থেকেও তোমার স্পর্শ পাবো বলে।
অথচ দেখো আমি হয়ে গেলাম আকাশ
সুবিশাল মেঘাচ্ছন্ন কালো আকাশ।

এভাবে হয়তো নিয়তি মেনে নিতে হয়
মন থেকে চাইলেও সব পাওয়া হয় না,
সব ভালবাসার যে মিলন হয় না,
শুধু ভাবছি এতটা কিভাবে বদলে গেছো?
নাকি চোখ বুঝে বাস্তবতা মেনে নিয়েছো?
আমিও চাই তুমি ভালো থেকো সুখে থেকো,
আমি না হয় থাকি,মেঘাচ্ছন্ন কালো আকাশ।।