হে রাষ্ট্রের কর্ণদার,!!
চক্ষু মেলে দেখো একবার
শুনতে কি পাও তুমি!!
ছেলে হারা মায়ের হাহাকার, কিংবা -
ধর্ষিতা বোনের অার্ত চিৎকার।
বিচার করো, নয়তো গদি ছাড়ো
এই দাবি কোটি জনতার।
আজ নিরাপত্তা নেই জান মালের,
নিরাপত্তা নেই দুঃখিনী মায়ের
শান্ত ছেলের,চার সন্তানের জননী
কিংবা - কলেজ পড়ুয়া উঠন্ত যুবতীর।
হায়েনার হিংস্রতা হার মানিয়েছে
মানুষ নামের দু 'পা ওয়ালা জানোয়ার,
বিচার চাই না,শুধু জানায় ধিক্কার ধিক্কার
আর কত চাও, কত লাশ পেলে
তৃপ্ত হবে লালসা তোমার??
আজ ধর্ষক বড়ো বেপরোয়া
হাটে - মাঠে,অফিস, কারখানায়,রাস্তায়
কিংবা কোলাহল শহরের লোকাল বাসে
নিস্তার পাওয়া যায় না, তাদের ছোবল থেকে।
বিচার করো,নয়তো গদি ছাড়ো
এই দাবি কোটি জনতার।
বিঃদ্রঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষনের প্রতিবাদে লিখিত।