যখন তুমি দূরে থাকো
তখন মনে হয় কাছে,
তোমার সময় নাই বা হলো,
আমার সময় আছে।
যখন তোমার মন উদাসীন
থাকো একলা বসে,
তোমার আশায় দিন কেটে যায়
কখন তুমি আসো!
দুরবিনে চোখ রাখব আমি
দেখতে তোমাকে,
তুমি আসবে আসবে কী!?
এক পলকে।
চোখের কোণে জলের ফোটা
ভাসায় তোমার হাসি,
যখন তুমি আসো আমার বাগানে
সুখ ঝরে রাশি রাশি।
যখন তুমি ছিলে, আছ, থাকবে
আমার শূন্য মনে,
তোমার আমার দূরত্বটাই
জন্মালো একাকী নির্জনে।
যখন তুমি দূরে থাকো
তখন মনে হয় কাছে,
তোমার সময় নাই বা হলো,
আমার সময় আছে।