ওগো প্রেয়সী
তুমি যদি স্পর্শ করো আমায়
যদি কোমল হাতের পরশ বিলাও
আমার হাতের রেখায় স্বপ্ন সাজাও
তবে জেনে রেখো!এই হাতে আর
ছোঁব না আমি ধোঁয়ার নিকোটিন।
প্রেয়সী তুমি আমার স্বপ্নপরী
তোমার জন্য সব ছাড়তে পারি,
তোমার মেঘ কালো চুলের মিষ্টি ঘ্রান
যদি শুকতে দাও আমায়;
তবে মনে রেখো! আমি আর ফুলের গন্ধ
নেবো না কোনোদিন।
তুমি কল্পলোকের অপ্সরী,
অজানা রাজ্যের রাজকুমারী
যদি একটু ভালবাসা দাও;
আমার ঠোঁটে আলতো করে চুমু একে দাও;
তবে স্মরণে রেখো! তোমাকে নিয়ে
বাঁচবো আমি চিরদিন।