ওগো প্রেয়সী!
আমার এই ক্ষুদ্র জীবন যদি
কাটাতে হয় তুমিহীনা,
তবে এতে আমার কোনো দুঃখ নেই,
দুঃখ শুধু তোমার তরে,
তুমি হারাবে এমন একজন কে
যে হৃদয় দিয়ে ভালবাসতো তোমারে।
যদি ফিরে আসো তবে বাঁধবো নিমেষে
কোমল হাতে হাত রেখে শর্তহীনভাবে
আগলে রাখবো ভালবাসার নীড়ে,
আসুক যত ঝড়- তুফান, সাইক্লোন
এই বুকের মাঝে থাকবে তুমি
যাবো না কভু তোমায় ছেড়ে।
এই সমাজে ভালবাসা বড় অপরাধ
সেই অপরাধের বলি হয়ে
কত নিষ্পাপ প্রাণ গেলো অকালে ঝরে,
সত্য ভালবেসে যদি থাকো
তবে ফিরে আসো তুমি
ফিরে আসো সমাজের বদ্ধ শৃঙ্খল ছিড়ে।
প্রেয়সী! যদি ফিরে আসো তুমি
আমার প্রেমের শহরে,
মরা গাঙে ফের জোয়ার আসবে,
কৃষ্ণচূরার লালে রঞ্জিত হবে শুকনো গাছটি
প্রেমের কোকিল ডাকবে আবার কুহু কুহু সুরে
সুখের নীড় গড়বো দুজনে দিগন্তের ওপারে।।