আমি জানি,
উদিত সূর্য ডোবার মত
পথের ধারে গাছের মত,
স্ব যত্নে লিখা কোনো নামের মত
অথবা জলছাড়া কোনো নদীর মত,
একদিন আমার কবিতাও মরে যাবে।

কিন্তু তাতে আমার দুঃখ নেই
দুঃখ শুধু আমার স্বপ্নগুলোর জন্য।
আমি জানি,
যে স্বপ্ন গুলো মরে যায়
তা হয়তো অন্য কোন জায়গায় বেচে থাকে
কিন্তু যে স্বপ্ন আমি দেখতে চেয়ে দেখি নাই
তারা যে একেবারেই মৃত।

আসলে এই জীবন স্বপ্নময়
আমি স্বপ্ন দেখি আবার ভুলে যায়।
কোন কোন স্বপ্ন স্মৃতিতে থেকে যায়
যা কখনো পূরণ হওয়ার নয়।
শুধু প্রবোধ দেওয়া ভালো আছি,
কিংবা ভালো থাকার অভিনয়।