আমি হত্যাকারী ঘাতক!
আজ ভোরে আমি পৃথিবীর নিরিহ প্রাণী
ছয় পা ওয়ালা এক পিঁপড়েকে হত্যা করেছি।
আমি পিষে মেরেছি নির্মমভাবে,
কেউ বাধা দেয় নি, কিংবা
একটু ও মানবতা দেখায়নি।
এই পৃথিবীতে দুর্বলদের বেচে থাকার
কোনো অধিকার নেই।
আর যদি পিপড়ের বড় বড় পা থাকতো
হাতির মত শরীর হতো!
কাড়ি কাড়ি টাকা থাকতো!
তার হাতে বন্দুক থাকতো!
অবৈধ ক্ষমতার দাপট থাকতো!
তবে আমি তাকে সম্মান করতাম
শ্রদ্ধায় মাথা নত করতাম।
এটাই পৃথিবী আমাকে শিক্ষা দেয়।