ফিরে যাও শূন্য হাতে
এভাবে ফিরতে হবে সবাইকে
তব হৃদয়ে সুপ্ত করে রেখেছিলে কেন
মুখ ফুটে বলোনি কেন??
ভালবাসো কিংবা কাছে পেতে চাও আমাকে।
এখন অবেলায় ফিরে যেতে হবে
ফিরতে হবে তোমাকে।
আমি বুঝতে চেয়েছি তোমায়
কাছে ডেকেছি কতো,
মনের সাথে মন মিলিয়েছি দ্বিধা চিত্তে
তবুও তুমি বুঝতে দাওনি!
তব হৃদয়ে ছিলো প্রেম,ছিলো আশা-ভালবাসা
এখন বলে কি হবে!! সময় যে ফুরিয়ে গেছে
তাই ফিরতে হবে বেলা শেষে।
মনের ইশারা বুঝেও না বুঝার ছলে
করেছো কত অবহেলা,
নিরবে খেলেছো প্রেমের খেলা,
এখন কান্না ঝরা চোখে তাকিয়ে কি হবে?
শূন্য ঘরে যে অন্যের বসত গড়ে উঠেছে
তাই বাস্তবতা মেনে নিতে হবে,
ফিরে যেতে হবে তোমাকে।