আমি বলতে চাই শুধু বলতে চাই
কিভাবে বলবো হায়!!
সেই শব্দ গুলো যে আজ শিকলে বন্দী
হায়েনা থাবা দিয়েছে মায়ের ভাষায়।

যে ভাষার জন্য জীবন বিলিয়ে দিয়েছিলো
বাংলার ধামাল ছেলেরা,
আজ মুমূর্ষু সেই ভাষা,ভিনদেশী ভাষার চর্চায়
মেতেছে বাংলা।

একুশ আসলে চেতনা বাড়ে শুনি হাজারো
মন ভোলানো বুলি,
বাংলায় আছে অমুল্য রতন ছড়িয়ে ছিটিয়ে
যেমন ঠাকুরমার ঝুলি।

শুদ্ধ হোক মাতৃভাষা, ফিরে আসুক ভাষার প্রাণ, অমর একুশে শপথ করি রাখবো ভাষার মান।