ভোরের শিশির বিন্দু হয়ে এসেছিলে তুমি
আমাকে সতেজ করে দিতে
আমার মন কে ভিজিয়ে দিতে
যদিও আমি শিশির বিন্দু চাইনি।
আমি কখনো এমন কিছু কামনা করিনি
যা খুব ভোরে এসে মৃদু রোদে চলে যাবে।
আমি কখনো এমন কিছু চাইনি
যা পরিনত হওয়ার আগে ঝরে যাবে
আমি চাই তুমি মিশে থাকো
আমার সকল ব্যস্ততার মাঝে
আমি কখনো এমন কিছু কামনা করিনি
যা ফুল ফোটার আগে কলিতে ঝরে যাবে।