একুশ মানে,আমার কাছে
মুক্ত আকাশে চিৎকার করে ঘোষণা দেওয়া
"মাগো আমি তোমার সন্তান, তোমায় ভালবাসি"
একুশ মানে, বাংলার কৃষক, কুলি -মজুর,
ধনী -গরীবের এক ভাষাতে প্রাণের হাসি।
একুশ মানে, শত্রুর বুলেট উপেক্ষা করে 'বাংলা চাই,
বাংলা চাই" বলে দামাল ছেলেদের আত্মদান,
একুশ মানে,ঘুরে দাড়ানো আবার বিশ্ব দরবারে
নিতে বাঙালি জাতির সম্মান।
একুশ মানে, চেতনার বহিঃপ্রকাশ
পুরো একমাস জুড়ে, তারপর ভুলে যাওয়া,
একুশ মানে, ভিনদেশী ভাষায় গা ভাসিয়ে দেওয়া
নির্লজ্জ এক জাতির বিবেক জাগিয়ে দেওয়া।
একুশ মানে, মিছিলে, স্লোগানে কিংবা সমাবেশে
নেতাদের অশুদ্ধ বাংলা উচ্চারণ,
একুশ মানে,আধুনিকতার নামে বাংলার মাঝে
মিশ্রিত করি বিদেশি ভাষার সংমিশ্রণ।
একুশ মানে, ভাই হারা বোন আর ছেলে হারা
মায়ের হৃদয়ে ফের রক্তক্ষরণ,
একুশ মানে বরকত, রফিক, জব্বার, শফিউরসহ
ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ।