কখনো দূরে যেওনা
কাছে আসার পরে,
কখনো ভুলে যেওনা
ভালবাসার পরে।

কখনো আড়ালে থেকোনা নিকটে হও
শুধু চেয়ে থাকবো তোমায়,
তোমার মাঝে খুজে ফিরি সারাক্ষণ
নতুন করে আমায়।

কখনো ভুল বোঝে হারিয়ে যেওনা
শুধু একটু সময় দিও,
ভুল যদিও করে থাকি মনের অজান্তে
ভালবাসি তোমায় বুঝে নিও।

আমি আজ দিগন্তহীন পথিকের মত
সর্বক্ষন চটপট করে এই মন,
তোমায় পেলে আর কিছু চাইবো না
এই আমার ভালবাসার পণ।

কখনো দূরে যেওনা
কাছে আসার পরে,
কখনো ভুলে যেওনা
ভালবাসার পরে।