কি অদ্ভুত এই পৃথিবী
বড়ই অদ্ভুত তার খেলা,
যারে নিয়ে সারাক্ষণ ভাবি
সেইতো উদাসীন এই বেলা।
একতরফা ভালবাসায় ডুবে আছি
ছেড়েছি পাওয়ার আশা,
হয়তো পাবো না তবুও পুশে রাখি
হৃদয়ে তার ভালবাসা।
স্বপ্নের ঘোরে দিন কাটে মোর
কাটে জীবনের ব্যস্ত সময়,
ফিরে যায় শুধু ফিরে যায় বারেবার
প্রেয়সীর মুগ্ধতায়।
গভীর নিশিতে জেগে রই
তার অপেক্ষায়,
সেই তো নিশ্চিত ঘুমে অচেতন
কিভাবে ডাকি হায়!!?
চাইনা কিছু আর, চাই শুধু
প্রেয়সীর ভালবাসা ,
কী পেয়েছি! কী পাইনি! তবুও
বেচে থাকুক আশা।