একে একে সবাই চলে গেছে
শুধু প্রেয়সী তুমি এখনোতো ঠিকই ফুটে আছ
কেন মনের বাগানে গোলাপ হয়ে।!?

আর কত চেয়ে চেয়ে দেখে যাবে আমায়
চোখের জলের একাকার,
এভাবে যে হয়না জীবনের পথচলা
হয়না মানে বেচে থাকার।!

আজ হাওয়া নেই, রাত নেই, নেই জ্যোস্না
দিনও যে ঢেকে গেছে মেঘে,
শুধু এক পাহাড় ব্যথা রেখে গেছে আমার তরে
আজ দুঃখ হাসে আমায় দেখে।

ওগো প্রেয়সী তুমি তোমার চোখের করুণা দিয়ে আজ কতটুকু ভরাবে বলো।!

আছি একা বেশ আছি কেউ নেই
তাই, কারো তরে অজস্র চিন্তার ঢেউ নেই।


তুমিও যদি চাও আজ আমাকে ছেড়ে যেতে পার
আমি চাই যে একেলা হতে,হতে চাই একাকার,  
ওগো প্রেয়সী তুমি তোমার অসীম করুণা দিয়ে মায়াভরা বাঁধনে বেঁধো নাকো আর।