অনেক হলো দেনা- পাওনা
এবার বিদায় দাও,
ভালবাসা আজ মরিচিকা
তাকে ক্ষয়ে যেতে দাও।
চিরচেনা মানুষ গুলো বড় অচেনা
বাস্তব দুনিয়ার ভীড়ে,
বোকা প্রেমিক তবুও আশায় থাকে
বারবার সে আসে ফিরে।
নিঃসঙ্গ পৃথিবী একাকী ঐ চাঁদ
নিঃসঙ্গ আমার চারপাশ,
অন্ধকার ঘরটি যেন বড় আপন
এই আমার দুঃখবিলাস।
ভালবাসি ভালবাসি চিরদিন রবে তুমি
এই হৃদয়ের অন্দরঘরে,
আমার ভালবাসা নিখাদ,তবুও ছেড়ে যাচ্ছি
তোমার সুখের তরে।
অনেক হলো হৃদয়ের চাওয়া পাওয়া
এবার ছেড়ে দাও,
সবকিছু আগের মতো ফিরে আসুক
নতুন করে ঘুচিয়ে নাও।।