জানি আজ দৈহিক দূরত্বটা উভয়ের মাঝে
সম্মুখ পানে ফিরে তাকালেই হয়তো
দেখতে পাব না তোমায়,
তবুও দু'চোখ কি অদ্ভুত রকমের আগ্রহ নিয়ে
তোমার ফিরে আসার অপেক্ষায় চেয়ে আছে।
তুমি দূরে আছো সীমানার ওপারে
এটা কখনো অনুভব হয়নি আমার,
বাস্তবতার কঠিন সমাজে মেনে নিয়েছি
দুজনের স্ব -ইচ্ছায় দুরত্বটা কে,
তবুও দেখো আছি একি আকাশের নিচে।
একি শহরে কোলাহল রাস্তায় হাটছি
ধুলোবালিতে গা- মিশিয়েছি
তীব্র রোদের তাপে পুড়ছি,
বৃষ্টির অবিরাম ধারায় ভিজছি
যেভাবে রোদে পুড়ছো, বৃষ্টিতে ভিজছো তুমিও।
এইতো লোকাল বাসের যে সীটে আমি বসছি
হয়তো কিছুসময় পর তুমিও বসেছো,
সেই একি সীটে তাকিয়ে ছিলে জানালের দিকে,
কিংবা মামা বলে ডাক দিয়েছো কোনো রিক্সাওয়ালাকে
যেখানে কিছু পূর্বে ছিলাম আমিও।
আমাদের মাঝে দুরত্ব নেই
আছে সামাজিক দায়বদ্ধতা,
আছে পারিবারিক মান সম্মানের ভয়।
তবুও ভরা পূর্ণিমাতে চাঁদ দেখি
মাথা উঁচু করে দুজন একসাথে।।