তুমি বাংলাদেশ কোটি জনতার
তোমার ঘরে আজ হাহাকার,
তুমি স্বাধীনতার নামে পরাধীন করেছে মা
বাঙালির অহংকার।
তুমি হলুদ মিডিয়ায় ভরা এক বিশাল স্তুপ
প্রহসনে ভরপুর,
তুমি নিরব প্রশাসন মধ্য রাতে হয় চুরি
জনতার ভোটাধিকার।
তুমি ক্ষমতার প্রলোভনে পড়ে করেছ খালি
শত মায়ের বুক,
তুমি অন্যায় ভাবে টাকা করেছে পাচার
করেছ ব্যাংক লুট।
তুমি বাংলাদেশ, তুমি মা,তুমি দিয়েছে নেতা
বঙ্গবন্ধুর মতো,
কেন আজ বিলে খালে পাওয়া যায় লাশ
গুম হয় শত শত।??
তুমি আজ কেন চুপ?
কেন তোমার এই হাল?
স্বাধীন হয়েও কেন আজ পরাধীন
দুঃসময়ে কে ধরিবে হাল।?
আজ আবারও কেউ গেয়ে উঠুক
সেই ৭মার্চ 'র ভাষন,
জাতির এই দুর্দিনে বঙ্গবন্ধুর মতো
নেতা প্রয়োজন।
জাতি আজ মুক্তি চাই, চাই সু -শাসন,
প্রীতি বন্ধনে থাকুক সবাই
হয়ে সকলের আপন।
তুমি বাংলাদেশ কোটি জনতার
শত্রুর ষড়যন্ত্র হবে চুরমার,
৭১'র সংগ্রামের পুঃন ব্জ্র ধবনীতে
প্রতিষ্ঠিত হবে গণতন্ত্রের অধিকার।