দক্ষিণের হাওয়া বলে যায় নিরবে
দুঃখ করো না কবি,
মিথ্যে সুখের তরে হয়তো সে লুকিয়েছে
যেভাবে ডূবে যায় রবি।
এভাবে জগতে অসংখ্য গল্প কবিতা
ইতিহাস হয়ে আছে,
কষ্ট দিয়ে কেউ কী কখনো মনে
সুখের ছোয়া পেয়েছে!?
আমার এই একলা মন একেলা হৃদয়
শুধইু নিরবে সয়ে যায়,
এভাবে কেউ ছেড়ে যাবে কখনো
মুহূর্তের জন্য ভাবিনি হায়!!
চলছে, চলতে থাকুক ব্যর্থ এক অগান্তুকের
পিচ্ছিল এই পথচলা,
হয়তো কবিতা হয়ে থাকবে অব্যক্ত কথামালা
যাবেনা আর কাউকে বলা।