তোমার ছায়া ঘিরে থাকে আমার চারপাশ
করি প্রেমের আলাপন,
তোমার ঐ গোলাপি ঠোঁট, টানা টানা চোখ,দুধে আলতা বদন, ইচ্ছে করে দেখে থাকি সারাক্ষণ।
তোমার কথা ভেবে কত রাত্রি বিনিদ্রা কেটেছে
জানে না জগতের কেউ এমন,
মন যেনো মায়ার বদ্ধ খাচায় আটকে আছে
তারে কি করে বুঝাবো এখন।?
তোমার হাত ধরা কিংবা অভিসারে যাওয়া
ইচ্ছে ছিলো না আমার,
শুধু চেয়েছি ভালবাসায় বেধে রাখতে
হতে চেয়েছি একান্ত তোমার।
তুমি এসো,পাশে বস,আমার হাতে হাত রাখো
এভাবেই থাকো আজীবন,
তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে যাবো চিরতরে
হবে আত্মাতৃপ্ত এই অবুঝ মন।