সম্পর্ক সে তো মহান আল্লাহর দান
বিশ্ব মানবতার তরে,
এই বসুন্ধরায় এসেছ তুমি ভালোবাসায়
সেই সম্পর্কের হাত ধরে।

মায়ের স্নেহ বাবার আদরে বড় হয়েছি মোরা
এই ভবের মাজারে,
কেন তারা ভুলে যায় অকৃতজ্ঞ সন্তানের দল
পিতা মাতার স্থান হয় বৃদ্ধাশ্রমের ঘরে।

কী শিক্ষা পেলে কী বা করছো ভেবে দ্যাখো
প্রশ্ন করো বিবেকের দুয়ারে,  
তোমার মতো সন্তানের জন্ম হলো আজন্ম পাপ
এই ধরণী'র তরে।

চাই না আর দেখতে কোন পিতা মাতার স্থান
বৃদ্ধাশ্রমের আধার ঘরে,
চলো শপথ করি,ভালোবাসায় আগলে রাখবো
সম্পর্ক গুলো রাখবো যত্ন করে।