আহা বৃষ্টি!! অবিরাম ঝাড়ছে বৃষ্টি!
বৃষ্টি মানেই অন্যরকম এক অনুভূতি,
বৃষ্টি মানেই তোমাকে পাওয়ার আকুতি।
কাকভেজা হয়ে আলু তালু বসেছি বিলের ধারে;
আস আস প্রিয়া কাঁদা পথ মাড়িয়ে,
কদম হাতে আমি আছি তব পথ চেয়ে
শুধু ক্ষনিকের তরে হাটবো আবার চেনা পথে
হাতে হাত রেখে একসাথে।।
নীল- সাদায় ফুটেছে শাপলা বিলে,
মেঘের রেখায় চেয়েছে আকাশের নীলে;
তুমি আমি কিংবা আমি তুমি হব একাকার।
বৃষ্টি স্নান হবে দুজনের সবুজ ঘাসের মাঠে,
আজ ভিড়বে না কেউ এই ভালবাসার হাঠে
পড়ে এসো তুমি নীল শাড়ি আবার,
তব সৌন্দর্য অবলোকনে মুগ্ধ হতে চাই
হারিয়ে যেতে চাই আমি বারবার।।