বসন্ত এসেছে আবার কৃষ্ণচূড়ার ডালে
প্রকৃতি সেজেছে ফের শিমুল- পলাশের লালে
পাখিরা গাইছে গান,
উষ্ণ হাওয়ায় জুড়ালো প্রাণ
হাওয়া বদলের এই ক্ষণে,
আজ দেখা হবে কি তবে তার সনে?
যে দিয়েছিল কথা,করবে দেখা
হাটা হবে আবার সেই চেনা মেঠো পথে।।
বাংলার প্রকৃতি ফের জীবন্ত হয়েছে আজ
শীতের রুক্ষতা শেষে নতুন পাতা এলো গাছে,
এসেছে বসন্ত ঋতুরাজ,
অলিরা ঘুরছে সর্ষের ফুলে
নাও ভিড়েছে নদীর কুলে,
বসন্তের হাওয়া লেগেছে চারপাশ,
আজ ঘুরবো,অজানাই হারাবো
তুমি, আমি, আমরা সবাই একসাথে।।
বসন্ত এসেছে আবার সেই চেনা রাস্তায়
চেনা গ্রামে কিংবা শহরের চরম ব্যস্ততায়,
বসন্ত লেগেছে নতুন প্রাণে
বসন্ত এসেছে মরু উদ্যানে,
এসেছে সজীবতা গাছের শাখায়
সবুজ- শ্যামলের এই বাংলায়,
আজ ভুলে যাও সব দুঃখ গ্লানি
নতুনভাবে শপথ নাও হাত রেখে হাতে।।