বড় একা বসে আছি আজ
দূরের সীমানায়,
জানি ডাকলেও সাড়া মিলবে না
শুনবো না এই বেলায়।
বিন্দু বিন্দু জমেছে হৃদয় কোণে
অবহেলার জলরাশি,
সব ছেড়ে বলতে চেয়েছি
তোমাকে ভালবাসি।
তুমি বুঝনি নাকি বুঝতে পারনি
শুধু দেখে যাও,
তোমার মনের শহরে আমাকে পাবে
যখন যেভাবে চাও।
আমি আছি সেই আগের মতো
তোমার আপনজন,
শুধু ভালবাসা দিও, আর কিছু চাইনা
এই অবাদ্ধ মন।