কথা দিলাম তোমায় কথা না রাখার
এই বেলায়,
ভালবাসি তোমায় তবুও কেন রাখো
আমায় অবহেলায়।

দূর থেকে চেয়েছি শুধু তোমায়
চেয়েছি একটু ভালবাসা,
মিছে মায়ার আবদ্ধে আজ অবহেলিত
পূর্ণ হলো না আশা!

নিয়তির কাছে হার মানা এক অগান্তুক
বেচেঁ আছি সুদিনের আশায়,
জানিনা কাটবে কবে ঘোর তিমির রাতের
নুতন সুরযের আভায়।

বিশ্বাসের মায়াজাল ছিড়ে তুমি
বার বার দাও ব্যথা,
অবুঝ মন বুঝেনা এই খেলা
শুধু শুধু নিরবে কাঁদা।

সব কিছু ছেড়ে ফিরতে চাই আপন নীড়ে
সেই আগের বেশে।
সুন্দর হোক তোমার আগামীর পথচলা
বলে যায় বেলা শেষে।