আমি আরেকবার যুদ্ধে যেতে চাই
আবার ছিনিয়ে আনবো সত্য স্বাধীনতা
বাক্স বন্দী যেন মন, ছটফট করছে ভিষণ
স্বাধীনতা আছে বলে কিছুতো নেই
শুধু আছে স্বাধীনতার নামে প্রহসন
আর মিথ্যে আশায় বেঁচে থাকা।
কেন শহীদ হয়েছিল ত্রিশ লক্ষ মানুষ?
কেন সম্ভ্রম বিসর্জন দিয়েছিলো?
হাজার হাজার মা বোন?
এই কি ছিলো তাদের চাওয়া!
কেন দেখাযায় ফুটপাতে মানুষের বসবাস
রাস্ট্রের কাজ কি শুধু চেয়ে থাকা??
কেন অবাধে চলে দূর্নীতি,খুন, ধর্ষন?
বিচার চাইতে গেলে করে আক্রমণ,
জাতির বিবেক গুলো কোথায় গেলো?
বাংলার সোনার মানুষগুলো কোথায় হারালো?
কেন অনাহারে মরছে মানুষ?
জবাব দাও, জবাব দাও হে রাস্ট্রের বিজ্ঞমাথা?
আজ আমার দুঃখ লাগে বড় বেশি
নামের এই স্বাধীনতাতে আমি নই খুশি
আমি আমার পূর্ব পুরুষদের মত
আবার সাহসী হয়ে লড়তে চাই,
আমি ভাঙতে চাই প্রহসনের সব শক্ত শিকল
তাই আমি আরেকবার স্বাধীনতা চাই।