হে বিধাতা! জীবন দিয়েছ তুমি
এবার আমায় দাও ফাসি,
স্বাধীন দেশে আজ পরাধীন আমি
আপন দেশে যেন পরবাসী।

আজ নেই অধিকার নিজ কর্মে
আজ নেই অধিকার আপন ধর্মে,
নাস্তিক ভন্ডরা গ্রাস করেছে সোনার দেশ
আজ উচু গলায় হুংকার ছাড়ে ভিনদেশী।
স্বাধীন দেশে থেকেও বাকরুদ্ধ আমি
আপন দেশে আজ পরবাসী।

মানবতার কথা বললে দেশদ্রোহী
ইসলামের কথা বললে মৌলবাদী
অন্যায়ের প্রতিবাদ করলে বল সন্ত্রাসী,
কি চাও তুমি, কি বা দেওয়ার আছে বাকি
দেশটা শুধু তোমার,আমরা ভাড়ার দামে থাকি
তাই আপন দেশে আজ পরবাসী।

ক্ষমতার দাপটে কর তিলকে তাল
জাতির বিবেক গুলো যেন আজ মাতাল
ন্যায়ের ঝান্ডাধারী বিচারকগণ মৃতপ্রায়,
চারিদিকে শুনি হিংস্র হায়েনার হাসি।
মারো, গুলি করো, না হয় দাও ফাসি
কারণ আপন দেশে আমি আজ পরবাসী।