আমি কখনো ভালবাসিনি তোমাকে
যদিও আমি ভালবাসি,
তোমার রেশমি কালো চুল
তোমার টানা- টানা হরিণী চোখ,
পাগল করা মায়াবি বদনের
চাঁদমাখা ঐ মিষ্টি হাঁসি
আমি বড় ভালবাসি।

আমি কখনো ভালবাসতাম না তোমাকে
যদিও না দেখতাম তব হৃদয়ে প্রেম
যদি খুঁজে না পেতাম একটু শান্তির পরশ।
তাই আমি বারবার হারিয়ে যায়
তব শরীরের রন্দ্রে-রন্দ্রে, শিরায় উপশিরায়
দেহের প্রতিটি লোমকূপে,
মনে হয় যেন তোমাতে মিশে আছি।

আমি কখনো ভালবাসিনি তোমাকে
যদিও আমি ভালবাসি,
তোমার আকুল ভরা মিষ্টি চাহনি
দূর থেকে তোমার কোমল হাতছানি।
আমি পাওয়ার বাসনা ছেড়ে দিয়ে
অপেক্ষার প্রহর গুনি,
আর এভাবেই ভালবেসে যাব মিছেমিছি।।