আমার একটা কোমল হৃদয় আছে
আছে সেথায় আবেগ, স্বপ্ন, কল্পনা
আছে মিশে মনের যত যাতনা,
তোমরা কেবল দেখেছো
আমার কঠিন পাথর হৃদয়,
খুজে দেখোনি কভু এই কঠিন পাথর হৃদয়ের
কোণে আছে সচ্ছ ঝর্ণাধারা
যা কেবল ছিলো তোমাদের অজানা।
আমি মানুষ, রক্ত মাংসে মানুষ
যদিও তোমরা বলো রসকষহীন,
যেখানে আবেগ স্পর্শ করেনা।
তবে আমি বলি এসব মিথ্যে ডাহা মিথ্যে
তোমাদের যত অভিযোগ।
আমিও তোমাদের মতো একজন,
ভালবাসার আবেগ মিশ্রিত সাধারণ মানুষ।
যা হয়তো তোমাদের বলে বুঝানো যাবেনা।
আমার কোমল হৃদয় আজ পাথর হয়েছে
কভু জানতে চাওনি, কভু বুঝতে চাওনি,
শুধু আমার দরিদ্রতা করেছো উপহাস,
কথার বাণে বিদ্ধ করেছো,
আত্মীয় স্বজন,প্রিয়জন এই সমাজ তিলে তিলে
আমাকে কঠিন পাথর বানিয়েছে,
অথচ আমি চেয়েছিলাম ভালবাসার একটু পরশ
তোমরা বুঝেও বুঝোনি আমার কামনা।।