আমি আছি আগান্তুকের বেশে
তোমার অবহেলার শহরে,
যদিও তুমি দেখেও না দেখার ছলে
আছো সুখে এই প্রহরে।
এই শহরের প্রতিটি ইট,পাথর,বালুকনা জানে
জানে আমার ঘরের প্রতিটি কোণা
তোমাকে ভালবেসে কি অপরাধ করেছি
সেটাই আমার অজানা।
জানি তুমি মিথ্যে মায়ার জালে আবদ্ধ
চাও কিছু মিথ্যে সুখ
যদিও তা বাড়ায় শুধু ব্যথা যন্ত্রণা
কেবল দুঃখ আর দুঃখ।
সব কিছু ভুলে ফিরে এসো এই নীড়ে,
তোমার জন্য অপেক্ষায় এই আগন্তক
কর্ণফুলি নদীর তীরে।