চোখের আড়ালে থাকো তুমি
হৃদয়ে করো বিচরণ,
ভাবনায় এসে নাড়া দিয়ে যাও
জাগাও অনুভূতির শিহরণ।
কথা ছিল দেখা হবে পাশাপাশি বসা হবে
কাদে কাদ রেখে হবে আলাপন,
অপেক্ষার ক্ষণ কেটেছে চক্ষু শীতল হয়েছে
স্পর্শ পেয়ে প্রশান্তি হল মন।
পাহাড়ের আকা -বাকা পথ ধরে
উচু -নিচু রাস্তা পাড়ি দিয়েছি
পাশাপাশি বসে দুজন,
আমি ছিলাম চুপটি করে নীরবে,
তুমি কানে -কানে ফিসফিস করে
কথা বলেছিলে তখন।
যেখানে তোমার যাওয়ার বাসনা
সেখানে আমার তো নেই মানা,
শুধু সাই দিয়েছি তোমার চোখে তাকিয়ে,
হলো দুজনার ইচ্ছে পুরন।
পাহাড় নদী যেথায় মিশেছে
সেথায় গড়ে নিয়েছি মনের ভুবন,
মনের অগোচরে রয়ে যায় কিছু কথা
তবুও স্মৃতি হয়ে বেচে থাকুক
তোমার আমার পার্কের আলাপন।