ঝড়ে পড়ে যাওয়া অশক্ত অসহায় মহীরুহ,
আকাশের পানে আছে চেয়ে,
আগাছারা তার নীচে বেড়ে ওঠে দ্রুত,
ধীরে ধীরে দেখো ফেলেছে ছেয়ে।

উপড়ানো নগ্ন শিকড় নিয়ে উন্মুক্ত বাতাসে,
নিঃশব্দে পড়ে থাকে মৃত্যুর প্রতীক্ষায়,
নির্যাস তার শুষে নিয়ে বিষাক্ত আগাছারা,
ঢালছে গরল শিরায় শিরায়।

আহার জোগাড়ে অতিব্যস্ত পিপীলিকার দল,
মহোল্লাসে পায়ে পায়ে সারি সারি,
শীতঘুমের আগে অফুরান রসদ জোগাতে,
দেহকোষ ভেদ করে দিচ্ছে পাড়ি।

ক্রমশঃ ঝরে পড়ে পাতা, খসে যায় বিবর্ণ দেহত্বক,
নষ্ট ফল মেটায় দুর্বার আগাছার ক্ষিদে,
পরিত্যক্ত বীজ থেকে জেগে ওঠে অঙ্কুর,
আবার, স্পর্ধাভরে মাথা তোলে অস্তিত্ব রক্ষার তাগিদে।

            ***********