নারী,তুমি রুখে দাঁড়াও,
দখল কর রাত-
আওয়াজ তোল মুক্তকন্ঠে,
উঠুক, মুষ্টিবদ্ধ হাত!
বাজুক শঙ্খ, উলুধ্বনি,
জ্বলুক মশাল হাতে,
গর্জে উঠুক হাজার কন্ঠ,
এই প্রতিবাদের রাতে!
সম্ভ্রম দেখো মিশছে ধুলায়,
হাজার টাকার খামে,
নারী, তুমি আজ রুখে দাড়াও,
তিলোত্তমার নামে।
✍️✍️✍️✍️✍️✍️✍️