সুখের পাখি, সুখের পাখি ,
মিছেই শুধু ডাকাডাকি!
ছোট্ট সে যে ছোট্ট তারই,
বুকেতে যে শঙ্কা ভারি…!
ছোট্ট দুটি ডানা মেলে,
মেঘের কোলে যায় হারিয়ে!
হাজার হাতের আগল ছিঁড়ে,
না দেয় ধরা তার ইশারা…!
বুঝেও তবু ডাকাডাকি,
সুখের পাখি সুখের পাখি।
সুখের পাখির ডানাদুটি,
হাজার রঙে মনমাতানো!
রঙ বেরঙের গভীর মায়ায়,
চোখ দুটিতে প্রান জুড়ানো!
একটি ডানায় লুকিয়ে আছে,
লক্ষ আশার লাখ কোহিনূর!
অপর ডানার ফাঁকে ফাঁকে,
ভৈরবেরই কোমল সুর।
ধরতে গেলে সুখের পাখি,
লক্ষ কাঁটার পথ উজিয়ে!
চলতে হবে অজানা পথ,
তেপান্তরের মাঠ পেরিয়ে।
নীড় খানি তার পদ্মপাতায়,
বর্ষা-বারি আকাশ ধোঁয়া!
হাল্কা আলোয় স্বপ্ন মাখা,
উচ্চতা তার আকাশ ছোঁয়া।
তাঁরই মাঝে সুখের পাখি,
কল্পনাতে স্বপ্ন আঁকি!
রামধনুতে মালা গেঁথে,
জাল বোনে সে আপন মনে…।
নেশা জড়ায় দুচোখ জুড়ে,
ইমনের ই সপ্ত সুরে!
বসন্তেরই সুরের সাকী,
সুখের পাখি, সুখের পাখি।