বালিশের খাঁজে, মুখখানা গুঁজে-
করুন চাঁদের মুখ,
দুঃসহ ব্যাথা আর অভিমানে-
রক্তাক্ত সব সুখ।
পরতে পরতে কথার পলি-
সন্দেহ ও ছলনায়,
পাথরে পাথরে আঘাতের বলি-
প্রণয়ের মোহনায়।
বুকের মাঝে, ধীরে ধীরে জমে-
লাভার রক্তস্রোত,
বিকল মনের, বিফল স্বপ্নে-
হারিয়েছে সব পথ।
মন থেকে যদি, চেয়ে থাকো সই-
তোমার মুক্ত জীবন পথ,
তোমার ওপথে, আর চালাবো না-
আমার জীর্ণ জীবনরথ।
সব স্মৃতি গুলো নিজে হাতে মুছে-
যদি আমাকে কখনো ভুলতে পারো,
বুঝে নেব আমি অন্তহীন রাতে-
তোমাকে হতে হয়েছে অন্য কারো
আমার ছায়া পড়বে না আর-
তোমার সাজানো মেলায়,
চোখের জলে আর ভাসবে না-
কথা দিলাম বিদায়বেলায়।
**********