শেষ বিকেলের হলুদ আলোয়,
আকাশ বাড়ে ধীরে..
সরলরেখায় আলোক নামে,
মেঘের ফাটল ঘিরে।
সূর্য ভাসে সোনার ভেলায়,
অস্তাচলের দিক পানে ধায়-
হারাতে চায় আলোয় মোড়া,
রাতের অন্ধকারে!
তোমার চোখে নীরব ব্যাথার..
অশ্রুকনা ঘিরে।
কৃষ্ণচূড়ার আগুন রঙে,
দিগন্তে সব লাল-
নীল আকাশের খোলা খামে,
মেঘের ইন্দ্রজাল!
কালচে ধূসর গভীর চোখে,
উষ্ণ ঠোঁটে হাসি মেখে-
ঝাপসা চাঁদের ছুঁয়ে যাওয়া,
মনের আড়াল-
আমার সুরে তোমায় দিলাম,
এক অনন্ত সকাল।
**********