একদিন সোনাঝুরি গ্রামের খোওয়াই মেলায় ঘুরতে গিয়ে,চাঁদ কে লাল আগুনবরণ পোষাকে দেখে কবি মুগ্ধতায় বেসামাল। এতোটাই বেসামাল, তার ভাষা জোগায় না। ফিরে কলম ধরেন :
কোপাই নদীর একটু দূরে,
খোওয়াই বালিয়াড়ি!
তার, গভীর খাদের আঁকে বাঁকে,
কবির, মন দিয়েছে পাড়ি।
শেষ বিকেলের হলুদ আলোয়,
শাল পিয়ালের ছায়ায়!
কবি ছিলেন চাঁদের সাথে,
সোনাঝুরির মেলায়।
মাঝে মাঝে কৃষ্ণচূড়া আর,
পলাশ রাঙা ছবি!
কবিতাতে সে মুগ্ধতা
লিখে ফেলেন কবি।
চাঁদের কাছে কৃষ্ণচূড়া,
বলে ফাগুন চেয়ে!
চাঁদ, তোর রূপের মাঝে,
রূপ যে আমার, গিয়েছে হারিয়ে!
গালের টোলের ঝুপসি আঁধার,
মগ্ন রুপসী তিলে,
এমন রুপের বাহার দেখে,
কবি ভাষা হারিয়ে ফেলে!
দিন কেটে যায় রাত কেটে যায়,
ভাষা না দেয় ধরা,
হতাশ কবি ভেবে ভেবে
আকুল দিশেহারা।
চাঁদের রূপে কলম হারায়,
ভাষার কারিগরি!
পাগল করা চাঁদের রূপে,
কবির মন গিয়েছে চুরি।
বাউল গানের মাতাল সুরে,
ছুঁল আকুল মন।
হাজার ভিড়ের খোওয়াই মেলায়,
চাঁদের ই অনুরণন।