মা,

অসুরেরা তোর ভেঙেছে মাথা, উপড়ে নিয়েছে চোখ,
কেটে নিয়েছে তোর দশহাত, ওই মৌলাবাদের লোক।

নিচ্ছে ছিনিয়ে তরবারি ঢাল, ছিন্ন করছে বুক,
কন্ঠ আজও রুদ্ধ তাদের, যারা বাংলার মুখ।

যুগে যুগে মাগো এটাই চলেছে, বিষম রক্তপাতে,
জ্বলেছে হিন্দু, আসিন্ধু সিন্ধু, ধর্মের অভিঘাতে।

এখনো কি মা শুনে যাবে ওরা, তোর অসহায় চিৎকার?
নিঃশ্চুপে তারা দেখবে লুকিয়ে সনাতনী সংহার??

ধিক ধিক ধিক এ জীবন ধিক, ভাবতে লজ্জা পাই,
মেরুদন্ডহীন কাপুরুষ নীরব, আমারই হিন্দু ভাই।

অসহায় তুই মৃন্ময়ীরূপে, চিন্ময়ী রূপে জাগ,
নাশ কর আজ যত অধর্ম, করে মোহমায়া ত্যাগ।

একই বৃন্তে একটাই ফুল, ওরা বুঝিয়েছে বারংবার,
পিষেছে পায়েতে ভাই-ভাই বাদ, করে মানবতা ছারখার।

জেগে ওঠ মা, হাতে তুলে নে,ত্রিশূল খড়্গ ঢাল-
জাগিয়ে তোল তোর রুদ্ররূপ, জেগে যাক মহাকাল।

ক্ষমা করিস মা....!!!