অলিতে গলিতে হাটে,বাটে,মাঠে,
হাজার লোকের ভিড়ে-
মাচা ও রোয়াকে যেদিকে তাকাবে,
কখনো পিছন ফিরে।
চারদিকে শুধু ধ্বংসের স্তূপে,
উইপোকা কুরে খায়-
স্কুল ও কলেজে হোক কলরবে,
আছে রোদ্দুর রায়।
বামপথগামী, আঁতেল পাগল,
তামাকের থুতু ফেলে-
কর্ডের জ্ঞান না থেকেও হাতে,
নিয়ে ফেরে উকুলেলে।
ক্ষিপ্ত মুখেতে 'মোক্ষ' বুলিতে,
দামামা চাপড়ে বুকে-
সর্বহারার বিপ্লব ফোঁকে,
নষ্ট ভ্রান্ত চোখে।
কৃষ্টিকে পিষে মুখ থেকে ঝরে,
ধর্ষকামের লালা।
তাই, রবির গানেতে ভ্রষ্ট কথায়,
রোদ্দুর দাড়িওয়ালা।
***********************