এ তুমি কেমন মানুষ,
কেবল আছো চুপ করে,
অবহেলায় দেখছো শুধু,
বাংলাদেশে ভাই মরে।
কণ্ঠে কোনো নেই প্রতিবাদ,
নেই দুঃখ, নেই চোখে জল,
শোনো নাকি ওই হাহাকার?
হিন্দু হারায়, শেষ সম্বল।
মৌলবাদী মীরজাফরে,
যখন সমাজ গ্রাস করে,
তুমিও তখন স্বার্থলোভে,
রা কাড়ো না সাত চড়ে।
প্রতিবাদী কণ্ঠ যখন,
জাগছে ভেঙে জগদ্দল,
তখনি টিপে ধরছ টুঁটি,
হানছ আঘাত অনর্গল।
এমন ভাবেই ক্রমাগত,
ক্ষইছে জাতির শিরদাঁড়া,
হৃতগৌরব মূক বাঙালি,
আবার হবে ঠাঁই নাড়া।
রইবে পড়ে বাংলা জুড়ে,
ঠুলি পরা গাধার দল,
বাংলা হবে শ্যাওলা মোড়া,
সেই গাধাদের আস্তাবল।
*********************
এ প্রতিবাদ সেই সমস্ত মানুষের বিরুদ্ধে যারা জেগে ঘুমিয়ে আছেন। অথবা চোখে ঠুলি পরে আছেন।