বাংলা জুড়ে হিন্দুরা আজ,
গর্জে উঠেছে জেগে।
লাভার স্রোত পড়ছে ছড়িয়ে-
ক্রমে ক্রমে ধীর বেগে ৷
তবুও দেখিনা বুদ্ধিজীবীরা,
মহানগরের পথে-
শুনিনা তাদের স্লোগানের ঝড়,
সেকুলারীদের রথে।
আজও কবির কাব্যতে নেই,
ত্রিশূলের স্পন্দন-
আজ, আচ্ছাদনে তার ইন্দ্রলুপ্ত,
আর, কলমেতে কন্ডোম।
***************