লক্ষীছাড়া সিংহাসনে,
বসলে পরে মূর্খ রাজা।
শিক্ষা তখন দৃষ্টি হারায়,
হাতড়ে মরে অন্ধ প্রজা।

ভবঘুরে ধর্ম ষাঁড়ে,
জাবর কাটে মুখ গুঁজে।
অলক্ষীতে ঘাপটি মেরে,
বসে থাকে চোখ বুজে।

ন্যাংটো শিশু পথে ঘাটে,
নেচে বেড়ায় হাত পাতে।
শীর্ন দেহ পোয়াতি মা,
শরীর বিকোয় মাঝ রাতে।

গভীর রাতে নিশাচরে,
শিকার খোঁজে ফাঁদ পেতে।
কিশোরী-রা সব হারায়,
ঘুমের ঘোরে ফুটপাথে।

ভুখা শ্রমিক হাঁপিয়ে মরে ,
ধুঁকতে থাকা যন্ত্র তে।
রাজ্য জুড়ে অন্ধকারে ,
আলো জ্বলে 'তন্ত্র' তে।

মোম জোছনায় রঙিন জলে ,
টাকা ওড়ে মৌতাতে।
রাজা ঘুমোয় ঠান্ডা ঘরে,
আতর মাখা বিছ্নাতে।

       ******