তোর,
মেঘলা মুখে গোপন সুখের সরল হাসি,
ঠিক যেন মন সেই খুশিতে শ্যামের বাঁশি,
বাজিয়ে চলে রাগ বিলাবল কিংবা কেদার,
বাঁশির সুরে মিলিয়ে চলে গহন আঁধার।
রাগের রাগে মেঘমল্লার অঝোর ঝরে।
দীপক রাগের মত্ততাকে স্তব্ধ করে,
ভালোবাসার মাদকতা ধূসর চোখে,
ঠিক যেন সাঁঝ কলঙ্ক ওই চাঁদের মুখে।
কালো রাতের নির্জনতার গোপন আঁধার
হারাই যে পথ বারে বারে স্তব্ধ পাহাড়,
আলতো ছোঁয়ায় শিউরে ওঠা নগ্ন বুকে,
রাত কেটে যায় একাকীত্বের আকুল শোকে,
জেগে ওঠা ইন্দ্রিয় সব মধ্যযামে,
ঝিমিয়ে পড়ে তার অজ্ঞাতে স্বাধিষ্ঠানে।
রাত কাটলেই চাঁদ চলে যায় আপন ঘর,
শান্ত ভোরে দাগ রাখে না রাতের ঝড়।
অষ্ট প্রহর অষ্ট দিকে এ মন ঘুরে,
শেষ প্রহরে বাজে এ মন তোরই সুরে।