একদিন গভীর রাতে ঘুম ভেংগে গেল, পায়ে পায়ে পুকুর পাড়ের ব্যালকনিতে এসে কবি দাঁড়ালেন, মালীর পুকুরের নিস্তরঙ্গ জলে চাঁদের প্রতিচ্ছবি। পুকুরের অপর পাড়ের যজ্ঞডুমুর গাছটায় বাদুর আর চামচিকেদের আসর বসেছে,পাকা লাল ডুমুরের লোভে। তারই মাঝে রাতচরা বক ছোঁ মেরে মাছ তুলে নিয়ে হারিয়ে যাচ্ছে গাছের আড়ালে,মুগ্ধ কবি লিখলেন…।
স্তব্ধ জগত মগ্ন ঘুমে,
রাত্রি অনেক বাকি-
মাথায় আলোর শামিয়ানা,
তারার ঝিকিমিকি।
পেঁজা মেঘের ভেলায় ভেসে,
একফালি চাঁদ হাসে-
অসীম নীলের রূপসাগরে,
মন, ঘোরে নিরুদ্দেশে।
পুকুরপাড়ে আঁধার ঘেরা,
যজ্ঞ ডুমুর গাছে-
রাতচরা বক ভোজন সারে,
তেলাপিয়া মাছে।
চামচিকে আর বাদুর যত,
গাছে জমায় ভিড়-
নিশাচরের মহাভোজে,
স্তব্ধতা চৌচির।
শান্ত এখন মালীর পুকুর,
চাঁদের প্রতিচ্ছবি-
উত্তরে শুকতারা হাসে,
মুগ্ধ হলেন কবি।
*********