শুনছো, আমার মন ভালো নেই,
ক্ষইছে জীবন চারিদিকে-
বিশ্ব জুড়ে মরছে মানুষ,
ভয়ঙ্কর এক দুর্বিপাকে।

পড়ছে ভেঙে প্রাসাদ গুলো,
ঠিক যেন এক তাসের দেশ-
পুড়ছে দেখো ভালোবাসা,
জ্বলছে আগুন নির্নিমেষ।

সারি সারি লাশের গাড়ি,
আঁকছে দেখো চিত্রকর-
সর্বগ্রাসী চিতায় নাচে,
মারক বীজ ওই ভয়ঙ্কর।

আজকে আমার মন ভালো নেই,
ঘুমোয়নি তো এই দু চোখ-
ঘুম ভুলেছে স্টেথো হাতে,
বর্মে মোড়া চিকিৎসক।

পেটের দায়ে ভিনদেশেতে,
পাড়ি দেওয়া শ্রমিকদল-
ফিরছে যোজন পথ উজিয়ে,
নেইকো অর্থ নেইকো বল।

পথশ্রমে ধুঁকছে সবাই,
ধুঁকছে দেখো শিশুর দল-
অনাহারে অর্ধাহারে,
হচ্ছে খালি মায়ের কোল।

ছুটছে নিয়ে পরোয়ানা,
যম 'করোনা' কোন পথে?
কুটিল চোখে খুঁজে ফেরে,
সুযোগ আছে কার হাতে?

তুমি আমি করছি হিসাব,
মরল কত মানুষ জন-
ছাড়িয়ে না যায় সংখ্যা বেশি,
লক ডাউনের এই জীবন।

***************