স্বপন যখন ভাঙবে তখন-
দেখবি কঠোর বিশ্ব,
বাস্তবতার চাপে সকল-
আবেগ সবই নিঃস্ব।
কল্পনাতে হাওয়ার ওপর-
প্রাসাদ গড়া মিছা,
ভাঙবে যখন গভীর স্বপন-
হারাবি যে দিশা।
তাসের ঘরের রাজা হতে-
সব মানুষই পারে,
কজন হতে পারে রে ভাই-
শক্ত ভিতের পরে?
রাজা থেকে হবি গোলাম-
ভাঙবে যখন স্বপন,
দুঃখ তখন চুপি চুপি-
করবি মনে বপন।
দূষবি তখন জগৎ টাকে-
বলবি সবই 'ঝুট',
ইতনা কিয়া নেহি মিলা-
বদলে মিলা দুখ্ ।
তাই বলি ভাই হাত পা ঝেড়ে-
উঠে দাঁড়া জোরে,
স্বামী জীর ওই বাণীখানি-
এবার স্মরণ করে।
স্বামী জীর বাণী: 'উত্তীষ্ঠত, জাগ্রত, প্রাপ্য বরান্নিবোধত্'!!!