আজ বাঙালি খুঁজছে হঠাৎ,
নিজের মেরুদন্ড!
বিকিয়ে গেছে কবেই সে যে,
তবুও মনে ধন্দ।
সন্দেহ আজ ভীষণ রকম,
গেল কোথায় সেটা?
আঁতি-পাতি ডান ও বামে
কোন মেরুতে সাঁটা?
চাটুকারীর বোঝা বয়ে,
কবেই গেছে বেঁকে,
কোথায় মেরুদন্ড আমার?
যায় বাঙালি হেঁকে!
ঠগ, জোচ্চোর, মোদো মাতাল
ঘুষখোরেতে ভরা,
পি এন পিসি, হাতে কাঠি
তাও বাঙালি সেরা!
সেকুলারি ভন্ড রাজের
তলায় অন্ধকার,
লাল, সবুজে মিশে তবু,
বঙ্গ চমৎকার।
********