রাস্তার পিচ যায় গরমেতে গলে রে,
সূর্যের আক্রোশে প্রান জেরবার রে ।
পথঘাট শুনসান কোথা কেউ নেই যে,
আছে শুধু রাস্তায় চারপেয়ে “ভূলো” যে।
জিভখানা বার করে দম নেয় বারবার,
সূর্যের লাথি খেয়ে প্রান যেন হয় বার ।
পিচগলা রাস্তায় ওই যেন কে যায়?
কলারেতে টাই বেঁধে ফুলস্লিভ জামা গায়!
পেটমোটা চামড়ার ব্যাগ হাতে জুতো পায়ে!
ওষুধের প্রতিনিধি ওই দেখো হেঁটে যায়।
কাঁধ খানা ঝুঁকে গেছে ভারে ওই ব্যাগ টার,
ঘামে জবজবে তবু দেখে চলে ডাক্তার।
মূলধন বলতে মুখ ভরা বুলি আর,
ওষুধের স্যাম্পেল, ডিটেইলিং ফোল্ডার।
ভারী যত হয় হোক, ব্যাগ তবু বওয়া চাই,
বুকে যত ব্যাথা থাক মুখে হাসি থাকা চাই।

              *************

কবিতা বিষয়বস্তু ও প্রেরণা ঃ প্রথম জীবনে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ এর চাকরি পাওয়ার পর ভয়ানক গরমের দিনে এক ডক্টরের চেম্বার এ বসে লেখা।