মগজভরা বুদ্ধি রে তোর,
বিপ্লবেতে ঠাসা-
হাজার কথায় কাব্য লিখিস,
আবেগ মেখে খাসা।
সাম্যবাদের চাদর গায়ে,
আউড়ে বেড়াস বুলি-
চশমা চোখে ঝুলিয়ে কাঁধে,
মূল্যবোধের ঝুলি।
জগৎ সেরা সৃষ্টি রে তুই,
অহং বোধেও সেরা-
তাই তো রে তুই বহুরূপী,
বেদম সৃষ্টিছাড়া।
পশুর প্রেমে হাবুডুবু,
ঝরাস চোখের জল-
কেমন করে তাকেই খাওয়াস!
বারুদ ভরা ফল?
আগলে রেখে পুষিস যাকে,
তাকেই আবার কেটে-
মশলা দিয়ে রেঁধে বেড়ে,
চালান করিস পেটে!
মান পুড়িয়ে হুঁশ উড়িয়ে,
ফানুস চড়ে তুই-
সিংহাসনে বসে লিখিস,
সফলতার বই?
ওরে পামর দিন গোনা তোর,
হবে রে শেষ এবার-
চোখ মেলে দ্যাখ হানছে আঘাত,
পরশুরামের কুঠার।

************